
মজার ব্যাপার হচ্ছে, ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় কোন এক ম্যাপ সুবিধা প্রদানকারী ওয়েবসাইটের ম্যাপে, সমতল জমিনের ম্যাপটিকে গোলাকার বানানো হয়েছে। সেটাতে এন্টার্কটিকার ম্যাপে গিয়ে জুম করলে চারকোণা কাগজ জাতীয় কিছুর চার প্রান্তগুলোকে একসাথে জুড়ে দিলে যে অবস্থা দেখা যায়, সেরকম কৃত্রিমভাবে সমতলকে গোলাকার বানানোর প্রমান রয়েছে। সুতরাং এযিমুথাল প্রজেকশনকেই গোল বানিয়ে চালাচ্ছে।
.
ইসলামিক পার্স্পেক্টিভে,
.
যারা প্রচলিত সাইন্সের অন্ধ বিশ্বাসী, তারা তাদের অন্ধ বিশ্বাসে সন্তুষ্ট। যারা সমস্ত প্রবঞ্চনার বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে, তারা কিন্তু জাতিসংঘের পতাকায় সমতল জমিনকেই দেখাচ্ছে, আবার জনপ্রিয় স্পেস এজেন্সির দ্বারা গোল পৃথিবীর ছবি বের করছে। তাতে আবার একবছর আম্রিকার ম্যাপ ৩-৪গুন বড় হয়ে যায়, আবার কখনো ছোট, আবার জমিনের রঙও বছর বছর বদলায়!! টিভিতেও কম mock করে না। The West Wing(2001) এর Season 02, Episode 16 দেখেছেন? কত্ত সুন্দরভাবে চেয়ারে বসিয়ে স্লাইডে দেখিয়ে দিচ্ছে গোল পৃথিবীর ম্যাপের ভুল গুলো! অথচ ওরাই কিন্তু সেই টিভিতেই একই ভ্রান্ত ম্যাপ/মডেল গুলোকে সত্য আকারে প্রচার করে। উচু স্তরের কাফেররা ব্রেইনওয়াশড বানানোর পরে ওদের থেকেই এভাবে বিনোদন গ্রহন করে। 😆
.
যাহোক,হলিউড-মিড
0 Comments:
Post a Comment