Monday, September 20, 2021

৯/১১ কি ইন্সাইড জব?

৯/১১ হামলা: ষড়যন্ত্র তত্ত্বসমূহের প্রকৃত বাস্তবতা (পর্ব ১) .৯/১১ এর পেরিয়ে গিয়েছে ২০ বছর। আ&ল কা%য়ে*দা এই হামলার দায় স্বীকার করে বিভিন্ন সময়ে বহু বক্তব্য দিয়েছে। কিন্তু হামলার ঠিক পরপরই ৯/১১ নিয়ে যে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছিল , ২০ বছরের মাথায় এসে এখনো অনেকেই তা বিশ্বাস করে। অনেকেই বিশ্বাস করে ৯/১১ আমেরিকার সাজানো নাটক বা ইহুদিরাই এ কাজ করেছে। এই লেখায় ৯/১১ নিয়ে ছড়িয়ে পড়া জনপ্রিয় কয়েকটি ষড়যন্ত্র তত্ত্বের পেছনের বাস্তবতা তুলে...

Friday, September 3, 2021

মুজাহিদীনের ঐতিহাসিক মহাবিজয়

 আলহামদুলিল্লাহআল্লাহ আযযা ওয়াযাল আফগানে কালেমার পতাকাকে বিজয় দান করেছেন বিশ্বের সকল কুফরি শক্তির বিরুদ্ধে।&nb...

Tuesday, May 25, 2021

আদর্শহীনতা

আদর্শহীন জীবন অনেকটাই এ্যানিম্যালিস্টিক জীবন। বরং তার চেয়েও নিকৃষ্ট। সমস্ত এ্যানিম্যাল বিয়িং তাদের জন্য নির্দিষ্ট দ্বীন অনুযায়ী চলে। মানুষ যখন তার জন্য নির্দিষ্ট দ্বীন(ইডিওলজি) এর অনুসরণ করে তখন তাকে সেটা সকল জীব জগতের হায়ারার্কির সর্বোচ্চে নিয়ে যায়। একইভাবে সেই নির্ধারিত ইডিওলজি রিজেকশনের ফলাফল জন্তুজানোয়ারের চেয়েও নিচু স্তরে চলে যাওয়া।  ফিজিক্যাল কিংবা ইন্টেলেকচুয়াল সুপেরিয়রটি মূলত শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। জ্বীন জাতি প্রযুক্তি বুদ্ধিবৃত্তিক...

Wednesday, April 7, 2021

সবচেয়ে গুরুত্বপূর্ন জ্ঞান যেটা

 দ্বীন ইসলামকে নিয়ে সর্বত্র করাপশন চলছে। প্রত্যেকেই যে যার মত করে কবি সাহিত্যিক আর দার্শনিকদের মত ইসলাম নিয়ে নিয়ে লিখছে। হাজারো বই ছাপছে, পত্রিকায় কলামিস্টরাও পিছিয়ে নেই,আর সোস্যাল নেটওয়ার্ক-ব্লগ-অনলাইনে তো আরো কঠিন অবস্থা!বিশেষত ফেসবুক!  এখানে একেকজন বিরাট শাইখুল ইসলাম। এখানে কেউ পশ্চিমা সভ্যতাকে বানাচ্ছে ইয়াজুজ-মাজুজ, কেউ বলছে আদম আলাইহিসালাম প্রথম মানুষ নয়, কেউ 'ট্রু ইসলাম' প্রিচ করছে হাদিসকে রিজেক্ট করে, নিজের হাতে দ্বীনের সমস্ত কার্যাবলী...

আমাদের দ্বীন ইসলাম সম্পূর্নটাই কিত্বালভিত্তিক দ্বীন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি কিয়ামত দিবসের পূর্বে তরবারী হাতে এ উদ্দেশ্য প্রেরিত হয়েছি যে, কেবলমাত্র এক আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালারই) ইবাদত করা হবে, আর আমার রিযিক আসে আমার বর্শার ছায়া হতে, আর যারা আমার আদেশের বিরুদ্ধে যাবে তাদের জন্য অপমান (আর লাঞ্ছনা) তাকদীরে নির্ধারিত হয়েছে, আর যে কেউ তাদের অনুকরণ করে সে তাদেরই একজন”। মুসনাদে আহমান, ৪৮৬৯; সহীহ আল জামে’,২৮৩১.হাদিসটা দেখলেন! কিয়ামত পর্যন্ত কিত্বাল চালু রাখবার...

Wednesday, March 31, 2021

মোদি বিরোধী আন্দোলন এবং বাস্তবতা

এটা সুপ্রচলিত কথা, মু'মিনরা একই গর্তে দুইবার পা ফেলে দংশিত হয়না, ন্যাড়া বেল তলায় একবারই যায়। ২০১৩ সালের শাপলা চত্বরের গনহত্যার দ্বারাই শিক্ষা নেয়ার প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল হেফাজতের ছায়াতলে থাকা বাংলাদেশে কওমী আলিম উলামা ত্বলিবুল ইল্মদের কর্মপন্থাকে পুনর্বিবেচনা করে পরিবর্তন করে ইদাদ ও জিহাদের নববী মানহাজের দিকে আসা। কিন্তু তারা সেই আগের অবস্থানে থেকে ছোট শয়তানের কাছে বড় শয়তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করে বিক্ষোভ মিছিল হরতাল করে। ছোট শয়তান...

Friday, March 26, 2021

স্যাটেলাইট

স্যাটেলাইটের ব্যপারে অনেক ভাইয়েরা নানামুখী প্রশ্ন করেন। আমি পূর্বে এই যন্ত্রের অস্তিত্বে বিশ্বাস করতাম না, কারন এটার ব্যপারে যেসব তথ্য প্রচলিত আছে, তা এর অস্তিত্বকে অসত্য বলতে বাধ্য করে। যেমন ধরুন এর trajectory altitude। বলা হয় এটা থার্মোস্ফিয়ারে অবস্থান করে যেখানে প্রচলিত বিজ্ঞান অনুযায়ী তাপমাত্রা এত বেশি যে লোহা,স্বর্ন এমনকি টাইটানিয়ামকেও গলিয়ে দেবে। স্যাটেলাইট যে সব মেটাল দিয়ে তৈরি তাতে সেখানে দিব্যি টিকে থাকার কথা না। এজন্য হয় প্রদত্ত অফিশিয়াল...

Thursday, March 25, 2021

তাগুতের মানবরচিত সংবিধানে দুঃশাসন এবং সীমাহীন দরিদ্রতা

২০১৬ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অনুযায়ী এদেশে দরিদ্র জনগোষ্ঠী প্রায় ১৫%। অর্থাৎ প্রায় ২৭০০০০০০ জন মানুষ। যার মাঝে ৩১% হতদরিদ্র। অর্থাৎ হতদরিদ্রদের সংখ্যা আনুমানিক ৮৩৭০০০০ জন। বাস্তব সংখ্যাটা আরো বেশি। আমাদের দেশে তাগুতি শাসন টিকে আছে এদের সামরিক বাহিনীর অস্ত্রের জোড়ে। সামরিক - আধা সামরিক বাহিনী গুলোর সংখ্যা পুলিশসহ আনুমানিক ৭ লাখের উপরে। এরা আল্লাহর কালাম অনুযায়ী জুন্দুশশাঈত্বন। এরা শয়তানের শাসনের অতন্দ্র প্রহরী। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার...

Monday, March 22, 2021

আমরা কি সৃষ্টিতত্ত্বীয় বিষয়ে সংশ্লিষ্ট বিশ্বাসকে আকিদার অংশ দাবি করি?

 জ্বীনা, আমরা কখনোই শারঈ একাডেমিক লেভেলে মুহাক্কিক আলিমদের দ্বারা নির্ধারিত আকিদার পয়েন্টগুলোর মধ্যে সৃষ্টিতত্ত্বীয় বিশ্বাস সংশ্লিষ্ট আছে বলে দাবি করিনি। বিরুদ্ধবাদী বিশ্বাসের ধারকদের তাকফিরও করিনি। এও বলিনা যে এগুলো ট্রেডিশনাল ইসলামে আকিদার বিষয়। একাডেমিকভাবে এরূপ বলবার জন্য যে কাউকে নুন্যতম মুজতাহিদ হবার জরুরত আছে। সুতরাং যারা বলে যে আমরা একে আকিদার অংশ বলে দাবি করি,তাকফির করি তারা হয় আন্দাজে বলে মিথ্যাচার করছে অথবা স্বপ্ন দেখেছে অথবা আমার...

Wednesday, March 10, 2021

কস্মোলজিক্যাল[সৃষ্টিতত্ত্বীয়] সাবজেক্টে আমাদের কিছু গুরুত্বপূর্ণ উসূল

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِبِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِإِنَّ الْحَمْدَ لِلّٰهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوْذُ بِاللّٰهِ مِنْ شُرُوْرِ أنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَامَنْ يَّهْدِهِ اللّٰهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُّضْلِلْ فَلَا هَادِيَ لَهاللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ...

Sunday, March 7, 2021

আত্ব তাক্বদীর

عَنْ عُبَادَةُ بْنُ الصَّامِتِ ( قال: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ: اكْتُبْ، قَالَ: رَبِّ وَمَاذَا أَكْتُبُ؟ قَالَ: اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ». ( د, حم ) صحيح لغيرهউবাদাহ ইব্‌ন সামেত (রাঃ)তিনি বলেনঃ “আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছিঃ “আল্লাহ তা‘আলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন কলম [১], তিনি বলেনঃ লেখ। সে বললঃ...