Monday, March 3, 2025

অভ্র বাদ দিয়ে প‌্রভাতে কেন লিখবেন?

প্রভাত ফিক্সড কি লেআউট হওয়ায় কিস্ট‌্রোক অভ্র অপেক্ষা কম। লিনাক্স বেজড সিস্টেমে কোন বাড়তি সফটওয়‌্যার ইন্সটল না করেই সরাসরি কিবোর্ড সেটিং থেকে বাংলায় প্রভাত কে সিলেক্ট করে সরাসরি লেখা যায় এমনকি আইবাস ইন্সটলেরও কোন জরুরত নেই। এই লেআউটে লেখা শিখতে সর্বোচ্চ দুই তিন দিন লাগবে আর মোটামোটি দ্রত লেখার ক্ষমতা অর্জন করতে 7 দিনের বেশি লাগার কথা না। সাধারন ফোন ব্যবহারকারীর উচিত সবসময় প্রভাত লেআউটে টাইপ করা।

 এতে পিসি বা ফোন সব জায়গায় একই লেআউট ব্যবহারের কারনে গতি অনেক বেশি বাড়তে থাকবে দিনদিন। যারা বিজয় লেখে তাদের এটা শিখতে অনেক সময় লাগে কিন্তু প্রভাত শিখতে সময় লাগেনা তেমন। Q,F,V এই তিনটা বাটনে বাংলা ভিন্ন। বাকি সব গুলো বাটনে ইংরেজি যা বাংলাও তাই, যেমন m = ম, N= ন , t = ট ইত্যাদি। তাই ওই তিনটা বাটন মনে রাখলে সব এমনিই পারবেন। নিচে লেআউট কি ম্যাপ প্রদর্শিত হলো। এটা দেখে কয়েকদিন লিখলে যেকেউ পিসিতে লিখতে অভ্যস্ত হয়ে যাবে বলে মনে করি।


 


0 Comments:

Post a Comment