Friday, March 1, 2019

মেডিকেল ও বানিজ্যে কাডুসিয়াস

যখন বলি আমাদের সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে কুফরের ছাপ রয়েছে। তখন বিষয়টি কেউ তেমন আমলে নেয় না।আমরা সত্যিই ব্যাপার গুলোকে গুরুত্বের সাথে নেই না। আজ আসুন একটা অস্বস্তিকর বিষয় বলব। উপরের ছবিটি বা প্রতিকটিকে বলা হয় "কাডুসিয়াস",যা হচ্ছে বর্তমান বিশ্বের মেইনস্ট্রিম মেডিকেল ও বানিজ্যের সিম্বল। এ প্রতীকটি নেওয়া হয়েছে গ্রীক পৌত্তলিক দেবতা হার্মিস ট্রিস্মেজিস্টাসের থেকে। হার্মিসের এক হাতে এই সিম্বল আছে। অন্য হাতে মার্কারি গ্রহ। হারমেটিক কাডুসিয়াস এস্ট্রলজির বেসিক ভিত্তিগত বিষয়কে রিপ্রেজেন্ট করে। সেই সাথে আলকেমির তাৎপর্যও বহন করে। আমরা ইতোমধ্যে জানি যে___রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি জ্যোতিষ বিদ্যার কিছু অংশ শিক্ষা করল, সে আসলে যাদু বিদ্যার একটি অংশ শিক্ষা করল। বিধায় জ্যোতিষ বিদ্যা যত বেশী পরিমাণে শিক্ষা করবে, অত বেশী পরিমাণে তার যাদু বিদ্যা বেড়ে যাবে।’’
[আবূ দাঊদ বিশুদ্ধ সূত্রে] [1]
[1] আবূ দাউদ ৩৯০৫, ইবনু মাজাহ ৩৭২৬, আহমাদ ২০০১, ২৮৩৬
 হাদিসের মানঃ সহিহ (Sahih)

আর ওই গ্রীক প্যাগান দেবতা হার্মিস হচ্ছে জুয়া,চুরি,মিথ্যাবাদী এবং ব্যবসায়ীদের দেবতা। হার্মিসের আগে এ সিম্বল ঈসা(আ) এর জন্মের ৩০০০ বছর আগের মেসোপটেমীয় এক দেবতার সিম্বল হিসেবে পাওয়া যায়। আরেকটু ভেতরে যাই...। সার্পেন্ট সিম্বল দ্বারা খ্রিষ্টানরা শয়তানকে নির্দেশ করে আর ওদের বিকৃত কিতাবে এরূপ বর্ননাও আছে। চলুন এ সিম্বল কাদের তার আদ্যোপান্ত একবারেই বুঝে নি।
একটু কষ্ট করে নিজেই ঘুরে আসুন
https://m.facebook.com/1705167179758575/photos/a.1710670349208258.1073741826.1705167179758575/1714272982181328/?type=3&source=45&refid=17
আশা করি শয়তানী চিকিৎসা বিজ্ঞান আর সুদি বানিজ্যিক সিস্টেমকে ধরতে পেরেছেন।(আংশিক তথ্যসূত্রঃউইকিপিডিয়া)

0 Comments:

Post a Comment