Monday, March 3, 2025

অভ্র বাদ দিয়ে প‌্রভাতে কেন লিখবেন?

প্রভাত ফিক্সড কি লেআউট হওয়ায় কিস্ট‌্রোক অভ্র অপেক্ষা কম। লিনাক্স বেজড সিস্টেমে কোন বাড়তি সফটওয়‌্যার ইন্সটল না করেই সরাসরি কিবোর্ড সেটিং থেকে বাংলায় প্রভাত কে সিলেক্ট করে সরাসরি লেখা যায় এমনকি আইবাস ইন্সটলেরও কোন জরুরত নেই। এই লেআউটে লেখা শিখতে সর্বোচ্চ দুই তিন দিন লাগবে আর মোটামোটি দ্রত লেখার ক্ষমতা অর্জন করতে 7 দিনের বেশি লাগার কথা না। সাধারন ফোন ব্যবহারকারীর উচিত সবসময় প্রভাত লেআউটে টাইপ করা।

আওয়ামীলীগের ঐতিহাসিক পতন

 সলাম বিরোধী আওয়ামী তাগুতলীগের পতন হয়ে গেল। বিষয়টা আমারও প্রত্যাশিত ছিল না। আমি যেভাবে প্রেডিক্ট করতাম তখনকার ডলার রিজার্ভ ৮ বিলিয়নের নিচে ঠেকেছিল। হয়ত আর 3-4 মাস চলত রিজার্ভ দিয়ে। দেশটা শ্রীলঙ্কার মত দেউলিয়া হত, তারপর বিদ্যুত থাকত না, তেল থাকত না, চরম মুদ‌্রাস্ফিতী ঘটত, দ্রব্যমূল্যের চরম উদ্ধগতিতে দুর্ভিক্ষ শুরু হত, তখন সাধারন জনতা রাস্তায় নামত। কারন দেয়ালে পিঠ ঠেকে গেছে। গন অভ্যুত্থান তখন ঘটত।